চট্টগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসেই গ্রেফতার হয়েছেন মো. ফরিদ উদ্দিন (২৯) নামের এক শিক্ষার্থী। ফরিদ প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ফরিদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ফরিদুল ইসলামের ছেলে। শুক্রবার সকালে মহানগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে নিয়োগ পরীক্ষার সময় তিনি ধরা পড়েন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু।
তিনি বলেন, প্রক্সি দিতে আসা ফরিদ বাঁশখালী উপজেলার মমতাজুল ইসলামের ছেলে মো. তারিফুল ইসলামের হয়ে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে জানতে পারি, তারিফুল পরীক্ষার হলের বাইরে অবস্থান করছেন, তার পরিবর্তে পরীক্ষা দিচ্ছেন আরেকজন। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে ফরিদ প্রক্সি দেয়ার বিষয়টি স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়। তবে ফরিদকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বাসিয়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল