চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কার্যালয় নগরের আন্দরকিল্ল থেকে যাচ্ছে টাইগারপাসে। পুরোনো ভবন ভেঙে নতুন করে বহুতল বিশিষ্ট আইকনিক ভবন নির্মাণের জন্য চসিক কার্যালয় স্থানান্তর করা হচ্ছে।
শনিবার থেকে কয়েকটি বিভাগের আসবাবপত্র, নথিপত্রসহ স্থানান্তরের কাজ শুরু হবে। টাইগারপাসে বস্তিবাসীর জন্য নির্মিত ভবনে সাময়িক কার্যালয় হিসাবে ব্যবহার করা হবে। আগামী রবিবার থেকে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের টাইগারপাসে অফিস করার কথা রয়েছে। ১৬০ কোটি টাকা ব্যয়ে আধুনিক নগর ভবনটি তৈরি করা হবে।
চসিক সূত্রে জানা যায়, শনিবার পুরোনো ভবন থেকে ইন্টারনেট, টেলিফোন, বিদ্যুৎসহ অন্যান্য ক্যাবল (তার) খুলে টাইগারপাসে সেট করা হবে। টাইগারপাসে চসিকের বহুতল ভবনের দোতলায় থাকবে মেয়রের অস্থায়ী দফতর, এর কাছাকাছি থাকবে প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবের দফতর, তৃতীয় তলায় থাকবে প্রকৌশল বিভাগ, চতুর্থ তলায় থাকবে নগর পরিকল্পনা বিভাগসহ অন্যান্য অফিস। নিচতলায় সিকিউরিটি ও স্টোর রুম ইত্যাদি।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘অতীতের মেয়ররা নগর ভবন তৈরির উদ্যোগ নিলেও নানা কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার আমরা পুরোনো ভবন ভেঙে একটি আইকনিক নগর ভবন তৈরির উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে নকশা, প্রাক্কলনসহ অনেক বিষয় চূড়ান্ত হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।’
জানা যায়, পুরোনো ভবনটি আগেই উপযোগিতা হারায়। ফলে ৬০ লাখ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কর্মকর্তা কর্মচারীদের বসতে হয় গাদাগাদি করে। চলার পথেই রাখা হয়েছে আলমারি, আসবাব, নথিপত্রের স্তুপ। নতুন ভবন নির্মাণের অংশ হিসেবে সাময়িকভাবে দপ্তর স্থানান্তর করা হচ্ছে। বর্তমান কার্যালয়ের সব আসবাব ও নথিপত্র সরানোর পর পুরোনো ভবন ভাঙা শুরু হবে।
বিডি প্রতিদিন/হিমেল