চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত কম্পিউটার ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ কম্পিউটার ইনস্টিটিউট হিসাবে গড়ে তোলা হবে। বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউট গভর্নিং বডির ৭ম সভায় মেয়র চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, চসিক সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, গভর্নিং বডির সদস্য সচিব কম্পিউটার ইনষ্টিটিউটের পরিচালক আনিছ আহমদ, চসিকের স্পেশাল মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস,নিবার্হী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, কম্পিউটার ইনস্টিটিউটের প্রশিক্ষক সাহেদ আলী।
সভায় ইনস্টিটিউটের পরিচালক আনিস আহমদ ২০১৮ সালে বিনা কোর্স ফিতে ৩৮০ জন অসচ্ছল ব্যক্তিকে মেয়র প্রশিক্ষণ বৃত্তিদান, সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের ২৮০ জন কমকর্তা-কর্মচারীর কম্পিউটার প্রশিক্ষণ এবং বিভিন্ন পেশাজীবীদের কম্পিউটার প্রশিক্ষণের কথা উল্লেখ করেন।
মেয়র বলেন, বর্তমানে চলছে তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তির যুগে ইন্টারনেট জগত এখন অনেকটা সহজলভ্য ও অপরিহার্য হয়ে উঠেছে। আজ প্রতিটি চাকরিজীবীসহ সর্বস্তরের মানুষ ইন্টারনেট ছাড়া চলতে পারে না। চসিক পরিচালিত ৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭শ’ শিক্ষক-কর্মচারী আছেন। শিক্ষার্থী রয়েছে ৬০ হাজার। তাদের সব কার্যক্রম অটোমেশন পদ্ধতিতে করতে হবে। চসিকের কার্যক্রম গতিশীল করতে স্মার্ট সিটি প্রকল্প নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার