চট্টগ্রাম নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় শাহেদুল আলম (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে পূর্ব নাসিরাবাদ এলাকার ভূঁইয়া গলির একটি বাসা থেকে তার মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শাহেদুল আলম ওই এলাকার মনজুরুল আলমের ছেলে।
খুলশী থানার এসআই মাহবুব বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা এটি আত্মহত্যা নয় বলে দাবি করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ জানতে চেষ্টা করবো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, শাহেদুল আলম নামে এক যুবককে শনিবার ভোরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন জানিয়েছে নিজ ঘরে সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন