নগরের কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লার মোড়ে অভিযান চালিয়ে ৯ হাজার ৯১০ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়। আটক জাকির হোসেনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া ডুলাহাজারার মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাশকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আন্দরকিল্লার মোড়ে অভিযান চালিয়ে জাকির হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাঁশখালী থেকে এসব ইয়াবা বড়ি নিয়ে শহরে এসে জাকির হোসেন আন্দরকিল্লায় আরেকজনকে দেওয়ার কথা ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর পর ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার পর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৯/মাহবুব