চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নুরুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার নগরীর আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল হক সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার মো. ইউনুসের ছেলে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক নুরুল হক ধাক্কা দেয়। স্থানীয় লোকজন পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৯/মাহবুব