জিপসাম সিলিং বোর্ড ঘোষণা দিয়ে আনা ৫ কনটেইনার পলিশড টাইলস জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রামের হালিশহরের নয়াবাজার পিসি রোড এলাকার ডাবল এ ট্রেড কমিউনিকেশন নামে আমদানিকারক প্রতিষ্ঠান চালানটি চীন থেকে চট্টগ্রাম বন্দরে এনেছে। চালানটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান আদিব ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড।
কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চালান খালাসের জন্য আমদানিকারক প্রতিষ্ঠান ৮৫ হাজার কেজি জিপশাম সিলিং বোর্ডের শুল্ক কর হিসাব করে ২৪ জুন বিল অব এন্ট্রিও দাখিল করে। কিন্তু গোপন সংবাদ পেয়ে চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় মিথ্যা ঘোষণার বিষয়টি ধরা পড়ে। যাতে পাওয়া যায় ৬ হাজার ৮০২ বর্গমিটার পলিশড টাইলস।
এদিকে, ঢাকার নয়া পল্টন এলাকার বিসমিল্লাহ ট্রেডিং কোম্পানির নামে তুর্কি থেকে আসা একটি চালানে অতিরিক্ত আনফিনিশড প্রেয়ার সেট (নামাজ পড়ার কাজে ব্যবহৃত একধরনের কার্পেট) পাওয়ায় তা আটক করেছে। চালানটিতে ১২ হাজার ২৪৮ বর্গমিটারের ঘোষণা থাকলেও ২৬ হাজার ৬০০ বর্গমিটার পাওয়ায় আটক করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ির এসএফ ইন্টারন্যাশনাল।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল বলেন, এ দুইটি চালানে কী পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে তার হিসাব এবং আইনগত দিক খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার