কোনও বিভ্রান্তি নয়, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে, তা মেনে নিন।
বিএনপি নেতাকর্মীদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রাম শহরের মোহরায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এ আহ্বান জানান।
কথায় কথায় ভারত বিরোধিতা করে দেশের মানুষকে বিভ্রান্ত না করারও অনুরোধ জানান মেয়র।
তিনি বলেন, ধর্মের নামে বিএনপি রাজনীতি করলেও মদের লাইসেন্স দিয়েছিলেন জিয়াউর রহমান। অথচ বঙ্গবন্ধু মদের লাইসেন্স দেননি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন আরও বলেন, ৩ কোটি ৭০ লাখ মানুষের ভাগ্য উন্নয়ন করেছে বর্তমান সরকার।
২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে নাগরিক দায়িত্ব পালন করার অনুরোধ জানান মেয়র নাছির।
শোক আলোচনা সভায় ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান ও সনাতনী সংগঠক, পুজা উদযাপন পরিষদের নেতা শিল্পপতি সুকুমার চৌধুরী।
আলোচনায় অংশ নেন খালেদ খান মাসুক, সাংবাদিক আলম দিদারসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কালাম