চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানা এলাকায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত যুবক একজন সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে একটি একে-২২ অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ভূজপুর থানার কোঠবাড়িয়া গ্রামের শিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান।
তিনি গণমাধ্যমকে বলেন, ওই এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ, একটি একে-২২ অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির এখনও পরিচয় পাওয়া যায়নি বলেও জানান সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান।
বিডি-প্রতিদিন/মাহবুব