চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি বাস থেকে ইয়াবা এবং চালকের সহকারিসহ দুইজনকে আটক করেছে র্যাব। ১৬ হাজার ৫৭০ পিস ইয়াবাসহ ওই বাসও জব্দ করা হয়েছে।
আটককৃত দুইজন হলো বাস চালকের সহকারী মো. শাহীন (২২) ও সহযোগী মো. মিজান (২৪)।
বৃস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায় তল্লাশি চালিয়ে আটক করেন বলে জানান র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান।
তিনি বলেন, আটক দুজন দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় বিক্রি করছে। বাসের ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে নিয়ে তারা ঢাকায় যায়। ইয়াবা পাচারে ব্যবহৃত হওয়ায় বাসটিও জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন