চট্টগ্রাম নগরীতে গোপন বৈঠক করার সময় জামায়াতের নগর আমিরসহ ১২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর পাঁচলাইশ থানাধীন সুগন্ধা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জামায়াতের নগর আমির মুহাম্মদ শাহজাহান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ অন্যতম।
নগরীর পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার দেবদুত মজুমদার বলেন, ‘গ্রেফতারকৃতরা সোহেল নামে আরেক জামায়াত নেতার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করছিল। পরে গোপন সূত্রে খবর পেয়ে ১২ জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, দেশীয় তৈরি অস্ত্র, বেশ কিছু নথিপত্রও জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন