চট্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা চেষ্টা করেছেন শারমিন আকতার নামে এক গৃহবধু। এসময় তাকে বাঁচাতে এসে দগ্ধ হয়েছেন স্বামী সাইফুল ইসলামও। পরে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের অবস্থা আশঙ্কাজনক।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে স্ত্রী গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তাকে বাঁচাতে ছুটে যান স্বামী। এ সময় দুইজনই অগ্নিদগ্ধ হন। পরে তাদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন