‘ছবি তোলার’ অপবাদ দিয়ে ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ছিনতাইকারীর নাম আবদুল হামিদ।
বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, এ ছিনতাই চক্রের সদস্যরা মূলত ‘বোনের ছবি তোলার অপবাদ দিয়েই ছিনতাই করে থাকে। এ চক্রের সদস্যের হাতে অনেকে ছিনতাইয়ের শিকার হলেও লোকলজ্জার ভয়ে অনেকে তাদের বিষয়ে মুখ খোলে না।
তিনি আরও বলেন, গত ১০ সেপ্টেম্বর তনয় দেবনাথ ও তার এক আত্মীয় কাজীর দেউরী এলাকায় ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে ছিনতাই চক্রের তিন সদস্য ‘বোনের ছবি তোলার অপবাদ’ দিয়ে দামি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ সময় তারা চিৎকার করলে সিএনজি করে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার রাতে এ চক্রের সদস্য হামিদকে দিদার মার্কেট এলাকায় দেখতে পেয়ে টহল পুলিশকে বিষয়টা অবহিত করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন