১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৬

পাঁচ যাত্রীর কাছ থেকে সিগারেট-মোবাইল-মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

পাঁচ যাত্রীর কাছ থেকে সিগারেট-মোবাইল-মদ উদ্ধার

ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছ থেকে সিগারেট, মোবাইল এবং মদ উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা। বুধবার বাংলাদেশ বিমান এবং এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে করে আসা পাঁচ যাত্রীর কাছ থেকে এসব উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিমান বন্দরের সহকারি কমিশনার আমিনুল ইসলাম, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিভিন্ন ফ্লাইটে করে আসা যাত্রীদের কাছ থেকে ৯২টি মোবাইল, ১৬ হাজার শলাকা সিগারেট এবং ৭ লিটার মদ জব্দ করা হয়। এসব পন্য অবৈধ ভাবে আনার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার দেখানো হয়। তারা মধ্যে অন্যতম হলেন- মামুনুর রশিদ, মহিউদ্দিন, মিজানুর রহমান।

তিনি বলেন, রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থানে রয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। নিয়মিত তল্লাশি, স্ক্যানিংয়ের পাশাপাশি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর