Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৭ নভেম্বর, ২০১৯ ১৭:১৬

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় ট্রাক চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় ট্রাক চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর গামারীতলা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মো. সুমন (৩৮) নামের এক জন ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত মো. সুমন (৩৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার মোখলেস মিয়ার ছেলে। আহতদের মধ্যে হারুন ও আজিজের পরিচয় জানা গেছে। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কবির স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার। তিনি বলেন, দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক চালক সুমনকে মৃত ঘোষণা করেন।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ছাদেক বলেন, সকালে মহাসড়কের পাশে দাঁড়ানো পিকআপকে (ভোলা ঢ ১১-০০৯১) চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান ধাক্কা দিলে গাড়ি দুটি একটি কুলিং কর্ণারে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং ৫ জন আহত হয়। পুলিশ ও কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।

বিডি প্রতিদিন/মজুমদার


আপনার মন্তব্য