১০ ডিসেম্বর, ২০১৯ ২২:০৫

চট্টগ্রামে 'মুক্তিযুদ্ধের বিজয় মেলা' শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে 'মুক্তিযুদ্ধের বিজয় মেলা' শুরু

মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে চট্টগ্রামে 'মুক্তিযুদ্ধের বিজয় মেলা' শুরু হয়েছে। মঙ্গলবার বিজয় শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 

এর আগে গত ১ ডিসেম্বর বিজয় মেলার বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। শিখা প্রজ্জ্বলন করেন দীর্ঘকালীন চেয়ারম্যান মুক্তিযুদ্ধ এবিএম মহিউদ্দীন চৌধুরীর সন্তান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার চৌধুরী মহিবুল হাসান নওফেল স্বাগত বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা চন্দন ধর, মশিউর রহমান, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ।

অনুষ্ঠান শেষে বিজয় মেলা মঞ্চে অনুষ্ঠিত হয় দিনের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন মেলামঞ্চে স্মৃতিচারণ হবে। ১৫ ডিসেম্বর হবে মেলার সাবেক চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ আলোচনা।

উল্লেখ্য, 'মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙ্গালীর অহংকার' শীর্ষক স্লোগানকে ধারণ করে চট্টগ্রামেই প্রথম শুরু হয় 'মুক্তিযুদ্ধের বিজয় মেলা'।

বিডি প্রতিদিন/ রিয়াজ/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর