১৫ ডিসেম্বর, ২০১৯ ২২:১১
চট্টগ্রাম-৮ উপ নির্বাচন

জাতীয় পার্টির বাবলুসহ দুইজনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় পার্টির বাবলুসহ দুইজনের মনোনয়ন বাতিল

জিয়াউদ্দিন আহমদ বাবলু

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ আংশিক) আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলুর মনোনয়ন বাতিল হয়েছে। 

রবিবার বাছাইকালে জাপা নেতা জিয়াউদ্দিন বাবলুসহ দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংক ঋণ জটিলতায় জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমদ বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি একজনের ব্যাংক ঋণের গ্যারেন্টার ছিলেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের এক সপ্তাহ আগে ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু ঋণ পরিশোধ করেছেন তিনি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেদিন। এছাড়া গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী যথাযথভাবে মনোনয়ন ফরম পূরণ করেননি। ফলে তার মনোনয়ন ফরম বাতিল হয়েছে।

গত ১২ ডিসেম্বর ছিল বোয়ালখালী-চাঁদগাও-পাঁচলাইশ (চট্টগ্রাম-৮) আসনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। রবিবার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর