১৩ জানুয়ারি, ২০২০ ০৮:৪১
চট্টগ্রাম-৮ উপ-নির্বাচন আজ

বাদলের আসনে ‘কে’ হচ্ছেন এমপি

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

বাদলের আসনে ‘কে’ হচ্ছেন এমপি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচন আজ। প্রয়াত জাসদ (একাংশ) নেতা মাঈনুদ্দিন খান বাদলের আসনের উপ-নির্বাচনে কে হচ্ছেন সংসদ সদস্য (এমপি) সেই প্রশ্ন সাধারণ ভোটারদের মাঝে।

 ভোটাররা বলছেন, দক্ষিণ চট্টগ্রাম তথা বোয়ালখালীর যোগাযোগের একমাত্র ভরসা কালুরঘাট সেতুটি বেশি প্রয়োজন। এবার যিনি নির্বাচিত হবেন আশা করছি তিনি সেতুটি নিয়ে কথা বলবেন এবং গুরুত্বসহকারে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবেন।

নৌকা-ধানের শীষের দুই প্রার্থীর সমর্থক ছাড়া তৃণমূলের সাধারণ মানুষও ভাবছেন যোগ্য প্রার্থী কে হচ্ছেন। কাকে ভোট দিব, যোগ্য কিনা, উন্নয়ন হবে কিনা, সরকার পক্ষের নাকি সরকারবিরোধী প্রার্থীকে ভোট দিব, সেই সব আলোচনা ভোটারদের মুখে মুখে। শেষ সময়ে ভোটাররা, সেই কালুরঘাট সেতুর বিষয়টি সামনে এনেই যোগ্য প্রার্থী বিবেচনা করে এবার সংসদ সদস্য নির্বাচিত করবেন বলে জানিয়েছেন তারা।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর