চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর গণসংযোগ সমাবেশে বিপুল নারী-পুরুষের সমাগম ঘটেছে মঙ্গলবার। নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নিউমুরিং এলাকায় বেলা ৩টায় অনুষ্ঠিত এক পথসভায় দুই সহস্রাধিক স্থানীয় নারী-পুরুষ ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় মেয়র প্রার্থী রেজাউল করিম গণসংযোগের ট্রাকে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি পুনরায় চট্টগ্রামকে একটি দূষণমুক্ত ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রেখে সব সেবা সংস্থাগুলোর সমন্বয় সাধনের মধ্য দিয়ে চট্টগ্রামকে একটি আধুনিক বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। তাই আসন্ন নির্বাচনে প্রতিটি ভোটার ও আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলেই আমাকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রত্যাশায় মনোনয়ন দিয়েছেন, তার সেই প্রত্যাশা পূরণ করতে পারবো।
এদিকে ছোট ছোট মিছিলে জয় বাংলা শ্লোগান দিয়ে নিউমুরিং এলাকার ফকির আহমদ রোডের এলাকার দলীয় নেতা-কর্মীরা উপস্থিত হতে থাকেন। নেতা-কর্মীদের মিছিল-শ্লোগান জড়ো হতে দেখে রেজাউল করিম চৌধুরী তার ঐ পথসভায় বলেন, চারিদিকে করোনা ভাইরাস আতঙ্ক দেখা দিলেও বার আউলিয়ার চট্টগ্রামে এখনও আতঙ্কিত হওয়ার মতো কোনো দু:সংবাদ নেই। তাই আপনাদের এই উচ্ছ¡সিত উপস্থিতি আমাদেরকে আরো বেশি সাহস যোগাবে।
এদিকে মঙ্গলবার বিকাল ৪টার পর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে রেজাউল করিম চৌধুরী তার সমর্থক-অনুগামিদের নিয়ে ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ডে যান। সেখানেও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সাধারণ লোকজন উপস্থিত ছিলেন। তিনি দুই ওয়ার্ডে গতকাল ৫টি পথসভায় অংশগ্রহণ করে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। পথসভা ও গণসংযোগের সময় তার সঙ্গে সার্বক্ষণিক ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ এলাকার দলীয় কর্মীরাও স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের