আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার দুপুরে চসিকের ৫৬তম সাধারণ সভায় তিনি এ আহবান জানান। চসিক থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেমসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ। সভা সঞ্চালনা করেন চসিক সচিব আবু শাহেদ চৌধুরী।
সিটি মেয়র বলেন, ‘আচরণবিধি মেনে চললে শুধু নির্বাচনী পরিবেশের জন্য নয়, প্রাথীদের জন্যও হবে ভালো। আচরণবিধির সুষ্ঠু প্রতিপালন নির্বাচন পরিবেশের জন্য অতিগুরুত্বপূর্ণ একটি শর্ত। নির্বাচন যাতে সুষ্ঠু হয়, তার জন্য প্রার্থী ও তাঁর সমর্থকদের কিছু নিয়মকানুন মেনে চলা বাঞ্চনীয়। এমনকি তাদের প্রচার প্রচারণায় এবং বিভিন্ন কার্যক্রমে বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এগুলো যথাযথভাবে অনুশীলন করা না হলে নির্বাচনের ফলাফলে অনভিপ্রেত প্রভাব পড়ে। নির্বাচনী আইন ও বিধিমালা শুধু ভোট গ্রহণ বা ভোটকেন্দ্রকে নিয়েই নয়, ভোটের আগে থেকে পরে সব ক্ষেত্রই এর আওতাভুক্ত। তাই সুষ্ঠু ভোটের জন্য আবশ্যিক নির্বাচন বিধিমালা সকলকে মেনে চলা উচিত।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল