চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ চাইলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। বুধবার সকালে গণসংযোগকালে তিনি এ দাবি করেন।
গণসংযোগকালে ডা. শাহাদাত বলেন, নগরীর বিভিন্ন জায়গায় থেকে খবর পাচ্ছি প্রশাসনের লোকজন আমাদের নেতাকর্মীদের উপর বিমাতাসুলভ আচরণ করছে। ভোটের মাঠে সবাইকে সমান সুযোগ করে দিতে ইসির প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের নেতা কর্মীদের কে ভোটের মাঠে হয়রানি করলে আমরা বসে থাকব না কর্মসূচি দিতে বাধ্য থাকবো। এছাড়া ভোট কেন্দ্রে সেনাবাহিনীর অফিসার ত্রুটি দেখার জন্য দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে দায়িত্ব দিতে হবে যেন আওয়ামী সন্ত্রাসীরা বুথে গিয়ে ভোট দিতে না পারে। পুরো ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীকে দিতে হবে।
বুধবার সকালে নগরীর বহদ্দারহাট হক মার্কেট এলাকায় পথ সভার মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করেন ডা. শাহাদাত। এরপর তিনি ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের খাজারোড, চৌধুরী স্কুল, ইলিয়াছ মেন্বারের বাড়ী, গোলাম আলী নাজির বাড়ী, সানোয়ারা আবাসিক, বরিশাল বাজার, সিএনবি মোড়, মৌলভী পুকুর পাড়, শরাপত উলাহ পেট্রল পাম্প, পশ্চিম ষোলশহর ৭ নং ওয়ার্ডের মুরাদপুর মোড়, মির্জারপুল, মোহম্মদপুর, খতিবের হাট, নাজিরপাড়া, হামজারবাগ, আতুরার ডিপু, আমিন কলোনি, মোহাম্মন নগর, আনন্দবাজার, বার্মা কলোনি, আলি নগর ও হিল ভিউ এলাকায় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উওর জেলা বিএনপি নেতা এম এ হালিম, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি মো: আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী মাহাবুবুল আলম, যুগ্ম সম্পাদক ৭ নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। ভোট যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে বেগম জিয়ার মুক্তির জন্য পথে নেমেছি। ২৯ মার্চ বিজয়ী হয়ে এ আন্দোলনের সফলতা নিয়ে ঘরে ফিরবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম