আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বুধবার বিকালে ৪নং চান্দগাঁও ও ৫ নং মোহরা ওয়ার্ডে গণসংযোগকালে পথসভায় বলেছেন, আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনীতির পাশাপাশি সামাজিক কাজে অধিক সময় ব্যয় করেছি। কিন্ত এবার যখন জনপ্রতিনিধি হয়ে জবাবদিহিতার আওতায় নাগরিক সেবা করার জন্য নির্বাচন করার সুযোগ পেয়েছি, সেই সুয্গে আমি হাতছাড়া করতে চাইনা। কারণ আমি জনগণের প্রকৃক সেবেক হয়ে থাকতে চাই।
গণসংযোগকালে তিনি এলাকার মানুষের উদ্দেশ্যে আরো বলেন, ব্যক্তিগতভাবে আমার কোন চাওয়া-পাওয়া নেই। আমার দীর্ঘ রাজনৈতিক পথচলায় যারা আমার সঙ্গে কাজ করেছেন, মিশেছেন তারা তা জানেন। একজন আদর্শিক রাজনৈতিক নেতা নয়, সর্বদা কর্মী হয়ে ছিলাম আছি থাকব। আপনাদের রায়ে যদি সেবা করার সুযোগ পেয়ে থাকি, তাহলে আমৃত্যু আপনাদের সেবা করেই যাবো। চট্টগ্রাম নগরীকে সত্যিকার অর্থে মানুষের বাসযোগ্য করে তুলতে আমার পূর্বসূরী এবিএম মহিউদ্দীন চৌধুরী এবং বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দীন যে পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখেন বা দেখে গেছেন, তাদের সইে স্বপ্নকে বাস্তবায়ন করবো।
রেজাউল করিমের গণসংযোগ ও পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমদু, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম ফারুক ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় বিপুল সংখ্যক ভোটার ও কর্মীবাহিনী নৌকা প্রতীক হাতে নিয়ে নৌকায় ভোট চেয়ে শ্লোগান দেন এবং দুই ওয়ার্ডের বেশ কয়েকটি আবাসিক এলাকা ও সড়ক ঘুরে সন্ধ্যায় ট্রাকযোগে তারা নগরীর কেসিদে রোডে রেজাউল করিমের প্রধান নির্বাচনী কার্যালয়ে আসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের