প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি দায়বদ্ধতা এবং ইউনিয়ন পরিষদের সেবার আওতা বাড়াতে যথা শীঘ্রই বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদে সকল ধরনের সেবা গ্রহীতাদের চলন উপযোগী র্যাম্প স্থাপন করা হবে। পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বুধবার নগরীর একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপরোক্ত মন্তব্য করেন।
দাতা সংস্থা এএসবি-এর সহযোগিতায় উন্নয়ন সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ও সিডিডি-এর আয়োজনে আইএসএফডিআরআরবি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ‘পারস্পরিক শিখন ও অভিজ্ঞতা বিনিময়’ কর্মশালায় অন্যদের মধ্যে অতিথি হিসেবে ছিলেন সিডিডি পরিচালক নাজমুল বারী, উপ-পরিচালক ব্রজ গোপাল সাহা, জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, পরিচালক সাঈদুল আরেফীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়নের সিপিপি সদস্যবৃন্দ, ইউডিএমসি, ইয়ুথ ফোরাম, বাহারছড়া ইউনিয়ন পরিষদ, সংশপ্তক’র প্রধান নির্বাহী লিটন চৌধুরী, সিডিসি’র প্রধান নির্বাহী লুৎফুন্নেছা রূপসা, এইউডিসি’র জাহান আরা হেনা, ডিডিআরসি প্রধান নির্বাহী শহীদুল ইসলাম সাজ্জাদ, সীতাকুন্ড প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, ইপসা, ডাপা, আরডিকেএস, দিশারী ক্যাম্প, ডিআইএসএসসিইউ’র প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক মরিয়ম জাহান মুন্নি, সিডিডি’র প্রোজেক্ট ম্যানেজার তুনাজ্জিনা হক, মনিটরিং অফিসার জুনায়েদ রহমান, মো: শাহ জালাল, ইমরান নাদিম এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, এরপর কর্মশালার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন সিডিডি প্রজেক্ট ম্যানেজার তুনাজ্জিনা হক।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের