পর্যটন শহর পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে প্রাণহানি রোধের ব্যবস্থা হিসেবে যাত্রীবাহী যানবাহনের তথ্য আদালতে জমা দেওয়া জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী আদালত) মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আগামী ২৫ মার্চের মধ্যে তথ্যগুলো সংগ্রহ করে আদালতে জমা দেওয়া জন্য বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়। প্রথমবারের মত বান্দরবান শহরের যানবাহনের তথ্য চেয়ে আদালত এই স্বপ্রণোদিত রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যাত্রীবাহী চার চাকার ফাইভ স্টার গাড়ি, অটোরিক্সা, চাঁদের গাড়ি ও মাহিন্দ্রাসহ অন্যান্য যানবাহন সমুহ বিভিন্ন দর্শনীয় স্থান এবং দুর্গম এলাকায় প্রচন্ড ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করে। কিন্তু এসব যানবাহনের চালকদের অধিকাংশরেই ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস নেই। তাছাড়া প্রশিক্ষণ ছাড়াই চালকের সহকারিরা ঝুঁকিপূর্ণ ভাবে গাড়ি চালায়। ফলে নিকট অতীতেও অনেক দুর্ঘটনা ঘটে। এমতাবস্থায় পর্যটন শহর পার্বত্য জেলা বান্দরবানে চলমান গাড়িগুলোর সংখ্যা, মালিকানা, রেজিস্ট্রেশন নং, ইঞ্জিন চেসিস নং, ফিটনেস সার্টিফিকেট, বীমা সার্টিফিকেট, রুট পারমিট, চালকদের নাম-ঠিকানা, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ছক আকারে আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার