আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সম্পর্কে ভোটারদের অবহিত করা এবং করোনা ভাইরাস বিষয়ে জনগণকে সচেতন করতে ‘ভোটার এডুকেশন কার্যক্রম’ শীর্ষক প্রচারণায় নেমেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়।
বৃহস্পতিবার বিকালে নগরের কাজীর দেউড়ি মোড় থেকে ‘ভোটার এডুকেশন কার্যক্রম’ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন খান, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা বশির আহমদ, কামরুল হোসেন প্রমুখ।
এ সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘আগামী ২৯ মার্চ সিটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ৭৩৫টি কেন্দ্র আছে, কেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে সব কার্যক্রম প্রায় সম্পন্ন করা হয়েছে। মেশিন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এবং ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানানো আমাদের এই ভোটার এডুকেশন কার্যক্রমের অংশ। একই সঙ্গে করোনাভাইরাস নিয়েও আমাদের সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে। একটু সচেতন হলেই এই ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল