সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন কর্ণফুলী নদীর ওপর ৯৫০ মিটার এক্সট্রাডোজড বক্স গার্ডার সেতুর ৬ লেনের অ্যাপ্রোচ সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ সড়ক উদ্বোধন করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কের উদ্বোধন করেন গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম প্রান্ত থেকে সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান, ওয়াসিকা আয়েশা খান, খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির প্রমুখ।
এসময় প্রধানমন্ত্রী এ সড়ক দিয়ে যাতায়াতকারী বাকলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মাইশা আবিদার সঙ্গে কথা বলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন