চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচনে মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদেরও রয়েছে নির্ঘুম প্রচারণা। প্রতিদিন ব্যস্ত ওয়ার্ড, মহল্লা এবং নেতা-কর্মীদের নিয়ে উঠুন বৈঠকে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের জয়ী করতে নেতা-কর্মীরা নানাবিধ দিক নির্দেশনামুলক আলোচনাও করছেন প্রতিনিয়ত। তবে দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জয়ী করতে একাট্টা হয়ে কাজ করছেন দলীয় নেতা-কর্মীরা। সেই ধারাবাহিকতায় সোমবারও ৩৯ নং ওয়ার্ডে মেয়র রেজাউল করিম চৌধুরী ও স্থানীয় কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমনের পক্ষে প্রচারণায় নামেন নেতা-কর্মীরা।
এতে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমনের পক্ষে প্রচারণায় সমাবেশে সভাপতিত্ব করেন ৩৯ নং ওয়ার্ড মেয়র নির্বাচন পরিচালানা কমিটির আহ্বায়ক হারুনুর রশিদ হারুন। এতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিউল আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন আবু তাহের, সুলতান নাসির উদ্দিন, মো. আসলাম, মোঃ বাবর, সেলিম আফজল, শারমিন ফারুখ, আওয়ামী লীগ নেতা মোঃ ইলিয়াছ, মোঃ আব্দুল রউফ, জাবের হোসেন, মোঃ হারুন, ডাঃ আনোয়ার, ফরিদ আলম, আবু নাসের, জহুর আলম,শাহনুর, লোকমান, সাহাব উদ্দিন, আলী নেওয়াজ নাসির, মিজান, নাসির, ইলিয়াছ সওদাগর, যুবলীগের সেলিম রেজা, হারুন, জামাল, কাদের, রুসদী আশীষ, শাহেদ, নওশাদ, সাইফুল, মহিলা আওয়ামীলীগের নাসিম, শামসুর নাহার, নিলুফা, জুলেখা, নুর আক্তার, ছাত্রলীগের জাহিদ হোসেন, ইকবাল হোসেন নয়ন, শাহাদত হোসেন বুলু, জিয়াউল হক, জুবায়ের খলিল, ইয়াছিন, আরফাত, আলমগীর, সায়েম, সুজন, জাহিন, জিপু শাহাজাহান, সাগর, ইমন, ফাহিম প্রমুখ।
তাছাড়া ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোবারক আলী, ৬ নং ওয়ার্ডের আশরাফুল আলমসহ কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় মাঠে রয়েছেন।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন