চট্টগ্রাম সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী মিয়া বলেছেন, চট্টগ্রাম জেলা এই মুহূর্তে করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে আছে। কারণ আমাদের দুটি বন্দর, একটি বিমানবন্দর ও অপরটি সমুদ্র বন্দর। দু’টি বন্দর দিয়েই সংক্রমণের সম্ভাবনা রয়েছে।
সোমবার বিকেল ৪টায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, এন্ট্রি পয়েন্টেই যদি সংক্রমণকারীকে ঠেকিয়ে দেয়া না যায়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।
বিডি প্রতিদিন/ফারজানা