করোনা ভাইরাসের কারণে সতর্কতা অবলম্বনে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে ডিজিটাল প্রচারণার পরিকল্পনা করছে যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি। একই সাথে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থেকে ছড়াতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ, এমন আশংকায় ইভিএম বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে হলেও যথাসময়ে ভোটগ্রহণ করারও প্রস্তাব দেন যুবলীগ নেতারা। তবে নির্বাচন কমিশন যদি জনসমাগম এড়িয়ে চলে প্রচারণার জন্য নির্দেশনা দেন তবে প্রার্থীর পক্ষে ডিজিটাল প্রচারণা চালাবেন। বুধবার দুপুরে চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান।
সভায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদিউল আলম, সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেল, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, মাহাবুবুল হক সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন, নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নেছার আহমেদসহ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম যুগ্ম-আহবায়ক ও নগর যুবলীগ আহবায়ক মহিউদ্দীন বাচ্চু বলেন, রেজাউল করিম চৌধুরীর পক্ষে যুবলীগের নেতাকর্মীরা কাজ করছে। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়ে যাচ্ছি। তিনি বলেন, করোনা ভাইরাস বিষয়ে চসিকের নির্বাচনে ইভিএমে নানাবিধ সমস্যার আলোচনা হচ্ছে নানামুখি। এতে প্রয়োজনে ইভিএম বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে হলেও যথাসময়ে চসিক নির্বাচন করার আহবান জানান ইসির প্রতি। তাছাড়া যুবলীগের প্রচারণায়ও জনসমাগম এড়াতে স্ব স্ব এলাকায় নেতা-কর্মীদের বলা হয়েছে। তবে করোনা ভাইরাসের কারনে যদি নির্বাচন কমিশন চসিক নির্বাচন স্থগিত করে তাহলে সে সিদ্ধান্ত মেনেই কাজ করবেন বলে জানান তিনি।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম যুগ্ম-আহবায়ক ও লেখক-সংগঠক ফরিদ মাহমুদ বলেন, করোনা ভাইরাসের কারনে নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে ডিজিটাল প্রচারণার পরিকল্পনা করছি আমরা। যুবলীগের পক্ষে প্রচারণার জন্য ওয়ার্ড ভিত্তিক কমিটি করা হয়েছে। ওয়ার্ডগুলোতে নিয়মিত প্রচারণা চালাচ্ছি আমরা।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরীয়ার কবীর বলেন, হাতের ছোঁয়া থেকেই করোনাভাইরাস ছড়াতে পারে। তাই বারবার হাত ধোয়ার কথাটি বলছি। ভোটের ইভিএম মেশিনে অনেকজনের ছোঁয়া লাগতে পারে। এতে করোনাভাইরাস ছড়ানোর সম্ভাবনা আছে।
চট্টগ্রাম নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের প্রধান রিটানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, আপাতত প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যকেই ফলো করছি। কেন্দ্র থেকে পরবর্তী কোন সিদ্ধান্ত আসলে তা পরে বাস্তবায়ন করা হবে।
জানা গেছে, করোনা ভাইরাসের কারণে সরকার আগে ভাগে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ গণজমায়েত নিষিদ্ধ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাও স্থগিত করেছে। মুজিববর্ষ পালনেও ছোট করেছে সরকার। চসিকের প্রথম ইভিএম ভোটের পদ্ধতিতে কয়েক হাজার ভোটার বৃদ্ধাঙ্গুলির চাপ দিয়ে ভোট দেবেন। এতে করোনা ভাইরাসের সংক্রমণ থাকলে তা ওই মেশিন ব্যবহারকারী সবার দেহে নিমিষেই ছড়িয়ে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার