করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলা এবং সতর্কতায় দেশের অন্যতম চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বুধবার দুপুরে সিএমপি এ সিদ্ধান্ত গ্রহণ করে। প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট।
প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীর ঢল নামে। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে গতকাল বুধবার বিকাল থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে জনসমাগম কমে। প্রতিদিন বিকাল থেকে, বিশেষ করে ছুটির দিন থাকলে দুপুরের পর থেকেই পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রায় লাখো মানুষের সমাগম ঘটে।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘সরকার করোনা ভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে। উদ্ভুদ পরিস্থিতিতে সবাই যখন সতর্কতার সঙ্গে বাড়িতে থাকার কথা, তখন অনেকেই পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন। তাই পুলিশের পক্ষ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’ তিনি বলেন, ‘করোনাভাইরাস থেকে নগরবাসীকে বাঁচাতে সিএমপি প্রয়োজনীয় কাজ করছে। এখন থেকে সৈকত খালিই থাকবে। তাই দয়া করে কেই যেন বর্তমান পরিস্থিতিতে সৈকতে না যায়। আশা করি, সবাই এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশকে সহায়তা করবেন। প্রয়োজন ছাড়া যেন যেখানে সেখানে ঘোরাঘুরি না করেন।’
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে পতেঙ্গা থানার উদ্যোগে পতেঙ্গাসহ আশপাশের এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সমুদ্রসৈকতে কেউ না যাওয়ার জন্য বলা হচ্ছে। পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়–য়া বলেন, আমরা দুপুর থেকেই পতেঙ্গাসহ বিভিন্ন এলাকায় মাইকিং করছি। তাছাড়া সৈকতে প্রবেশপথে ১০ জন পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়েছে। এখন আর কেউ সমুদ্রসৈকতে যাওয়ার সুযোগ নেই।’
জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা এবং সতর্কতায় গত ১৬ মার্চ থেকে সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। এরই মধ্যে গত মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন বিকেলে পতেঙ্গায় লাখো মানুষের সমাগম ঘটে। করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের সময় এই ধরনের জনসমাগম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে আতঙ্ক প্রকাশ করেন। গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। এর পর সিএমপি পতেঙ্গা সমুদ্র সৈকতে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করে। অন্যদিকে, গত কয়েকদিনে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন। বুধবার দেশে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার