নগরের কাজীর দেউড়ির এমএ আজিজ স্টেডিয়াম মার্কেটের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চন্দনপুরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ক্যাফে আল বাইক নামে একটি রেস্টুরেন্টের পরিত্যক্ত জিনিসপত্রে আগুন লাগে। চন্দনপুরা এবং নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করছি, সিগারেট জাতীয় কোনো বস্তু থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক