চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে গণ-সংযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং স্থানীয় কাউন্সিলর প্রার্থী মো. মোবারক আলী। ওয়ার্ডের ১ নং রেলওয়ে গেইট, মুরাদপুর রহমান টাওয়ার হতে মোহাম্মদপুর, খতিবের হাট, নাজির পাড়া, বিবির হাট, হামজারবাগ, আতুরার ডিপোসহ বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনমিয় করেন। তাছাড়া নেতা-কর্মীসহ পথসভাও করেন।
নৌকার প্রার্থী ছাড়াও ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মোবারক আলীকে টিফিন ক্যারিয়ার মার্কায়ও ভোট চান নেতা-কর্মীরা।
পথসভায় বিভিন্ন স্থানে বক্তব্য রাখে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর হাজী মো. মোবারক আলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক নোমান আল মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও চিকিৎসক নেতা ডা. শেখ শফিউল আযম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইস্কান্দর মিঞা, মির্জা আহম্দে, মনির আহমেদ, দেলোয়ার হোসেন বাবুল, সাইফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম বাপ্পি, জসিম উদ্দিন, লায়ন আলমগীর আলম, এম এ আজিজ, সৈয়দ শামসুল ইসলাম, শাহেদ আলী (রানা), মো. ফরিদুল আলম, জাহেদুল আলম, তসলিম উদ্দিন, শাহজাহান, আজগর আলী মিন্টু, নিজাম উদ্দিন খোকন, তালেব আলী, মিন্টু কুমার দে প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সাইদুল ইসলাম