'জনস্বাস্থ্যের স্বার্থে' চট্টগ্রাম সিটি নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন। অন্যদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী এ নিয়ে 'নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেবেন' বলে জানিয়েছেন।
বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত হোসেন বলেন, যেহেতু করোনা শনাক্ত হয়েছে বাংলাদেশে, দেশ এখন ঝুঁকিতে, সেহেতু শুধু একজন মেয়র প্রার্থী হিসেবে নন, রাজনীতিবিদ হিসেবে, জনগণের সেবক হিসেবে এমনটি আশা করেন তিনি।
এদিকে, গতকালও করোনা আতঙ্কে সিটি নির্বাচন পিছিয়ে দেওয়া না দেওয়া প্রশ্নে বিএনপি'র প্রার্থী ডা: শাহাদাত হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী দু'জনের কেউ'ই নির্বাচন স্থগিত বা পিছিয়ে দেওয়ার দাবি তোলেননি। তারা কেউই তখনও একটিবারও বলেননি, এখন নির্বাচন চাইনা ।
তৃণমূলের নানা শ্রেণিপেশার মানুষ নির্বাচন স্থগিতের দাবি তুললেও দুই শীর্ষ দলের মেয়র প্রার্থী এ নিয়ে একবারও নির্বাচন স্থগিতের দাবি না তোলায় জনমনে দেখা দেয় নানা প্রশ্ন। বিএনপি'র প্রার্থী ডা: শাহাদাত হোসেন তো বলেছিলেন , 'বাংলাদেশের যে আবহাওয়া তাতে করোনা ঝুঁকি নেই।'
এদিকে, দুই শীর্ষ দলের দুই প্রার্থীর এমন অবস্থানে করোনা ইস্যুতে সিটি নির্বাচন বন্ধ করা নিয়ে নির্বাচন কমিশন রয়েছে সিদ্ধান্তহীনতায়। অন্যদিকে, জনসমাগম এড়াতে শেষ মুহুর্তে বাতিল করা হয়েছে প্রার্থীদের সঙ্গে সভা নির্বাচন কমিশনের সভা। চসিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে সকাল সাড়ে দশটায় সভাটি করার কথা ছিল।
গতকাল বুধবার (১৮ মার্চ) সার্বিক পরিস্থিতি দেখতে চট্টগ্রামে আসেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কিন্তু নির্বাচন কমিশনের জরুরি বৈঠক থাকায় সভা স্থগিত করে আজ বৃহস্পতিবার সকালেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ইসি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ