চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় সমর্থন ছাড়া যারা প্রার্থী হয়েছেন তারা সরে যাবেন বলে সংবাদ সম্মেলনে জানালেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা দলীয় শৃঙ্খলার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে নগরীর হোটেল পেনিনসুলায আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, দলীয় সমর্থন না পেয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের আমরা বুঝিয়েছি। তারা নির্বাচন থেকে সরে যেতে সম্মত হয়েছেন। এখন যেহেতু প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই, তাই তারা দলীয় সমর্থিত প্রার্থীকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন।
এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু উপস্থিত ছিলেন।
এদিকে ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাসান মুরাদ বিপ্লব বলেন, বিদ্রোহী প্রার্থী বলতে কোনো শব্দ নেই। আমাদের প্রত্যেকের আলাদা প্রতীক আছে, আমাদের প্রতিদিন এতো এতো টাকা যাচ্ছে সে টাকা কে দেবে। আর এখন প্রত্যাহার বা সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আমি ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হয়ে শেষ পর্যন্ত থাকবো। ভোটাররা যাকে ভোট দেবেন তিনিই হবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের