চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় রাত পৌনে দশটার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অবস্থানরত লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম প্রাথমিক ভাবে ১২ জনের মৃত্যুর খবর স্বীকার করলেও রাতে সর্বশেষ এ রিপোর্ট লেখার সময় ১৫ জনের মৃত্যুর খবর স্বীকার করেন।
স্থানীয় সূত্র বলছে, হাসপাতালে নেওয়ার পথে আরও দু'জনের মৃত্যু হয়েছে। তবে ওসি রাশেদ বলেছেন, ঘটনাস্থলেই ১০ জন এবং হাসপাতালে নেয়ার পথে দুইজন ও নেয়ার পরে ১ জনের মৃত্য হয়েছে। বিস্তারিত হাইওয়ে থানার ওসি নিশ্চিত করতে পারবেন বলেও জানান তিনি।
অন্যদিকে সোয়া ১১টার দিকে হাইওয়ে পুলিশের ওসি ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে ১২ লাশ থানায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যুর খবরটি বিস্তারিত জেনে তিনি পরবর্তীতে নিশ্চিত করা হবে বলেও জানান।
এদিকে রাত সোয়া বারোটায় লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম ১৫ জনের মৃত্যুর খবর স্বীকার করেছেন।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী জানান, রাত প্রায় সোয়া বারোটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাস্থানেই বারোটি লাশ পুলিশের হাইওয়ে থানার সামনে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার তৎপরতা চলছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমাদের সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ জানান, লোহাগাড়া বটতলী স্টেশন থেকে ২১ জন যাত্রীবাহী মিনি পিকাপ চকরিয়ার আজিজ নগরের উদ্দেশ্যে যাবার পথে বিপরীত দিক থেকে চট্টগ্রাম শহর অভিমুখো আসা মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২৩৯৪৮) সাথে সংঘর্ষ ঘটে। এসময় মিনি পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।
পিকআপ ট্রেনের যাত্রীদের ২১ জনের মধ্যে ১২ জন ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পথে ২ জন ও ১ জন হাসপাতালে সহ মোট ১৫ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার