২৯ মার্চ, ২০২০ ০৬:১১

চট্টগ্রামে সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে সাঁড়াশি অভিযান

চট্টগ্রাম জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের চার থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। পৃথক চারটি অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, আবদুস সামাদ সিকদার, আবু বকর সিদ্দিক ও কাজী তাহমিনা শারমিন। চট্টগ্রামের সেনাবাহিনীর টহল টিম এবং সিএমপির পুলিশ বাহিনীর সহায়তায় পরিচালিত অভিযানে হোম কোয়েরেন্টাইন ভেরিফিকেশন এবং বাজার মনিটরিং করা হয়।

জানা যায়, গতকালের অভিযানে নগরের দক্ষিণ হালিশহরস্থ মহাজনঘাটা, আলি শাহ পাড়া, পতেঙ্গার চরবস্তি, বিজয়নগর ফুলছড়ি বাজার, বন্দরটিলা, মধ্য হালিশর আনন্দবাজার, কলসী দীঘির পাড়, সিডিএ বেড়িবাঁধ সংলগ্ন বালুরমাঠ, বন্দরটিলা বাজার এবং কাস্টম হাউস সংলগ্ন সিডিএ কাচাবাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। অভিযানে বিজয়নগর বাজার ও কাস্টম হাউস সংলগ্ন সিডিএ কাচাবাজারে উচ্চমূল্য, দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না বিভিন্ন দোকানকে ১৩  হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া একজন হোম কোয়েরেন্টাইন অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নগরীর চান্দগাও, বাকলিয়া, পাচলাইশ ও খুলশি থানা এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। অভিযানকালে কামাল বাজারে একটি মুদি দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া বেশ কিছু দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে রং দ্বারা চিহ্নিত করে দেওয়া হয়। পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন আবু বকর সিদ্দিক। অভিযানকালে পাহাডতলীবাজার, বউ বাজার, ফইনিরহাট ও কাঁচা বাজার পরিদর্শন ও মাইকিং এর মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নগরবাসীকে সচেতন করা হয়। এ সময়ে কামাল বাজারে একটি চালের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নগরের কোতোয়ালি, সদরঘাট, চকবাজার এবং বায়েজিদ থানা এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, বাজার মনিটরিং ও মাইকিং করে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে নগরবাসীকে সচেতন করা হয়।  

বিডি প্রতিদিন/মজুমদার/রেজা মুজাম্মেল 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর