চট্টগ্রামে এবার বাঁশঝাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর কর্ণফুলী থানাধীন মহালখান বাজার এলাকার একটি বাঁশঝাড় থেকে ওই নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, স্থানীয় লোকজন চার পাঁচ দিন বয়সী এক মেয়ে শিশুর লাশ দেখতে পায়। খবর পেয়ে পরে পুলিশ গিয়ে ওই নবজাতকের লাশটি উদ্ধার করে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় ওই নবজাতকের লাশটি ফেলে যায় কেউ। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল