৩ এপ্রিল, ২০২০ ২১:১০

এবার মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এবার মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে পুলিশ

এবার মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে উপার্জন কমে যাওয়া পরিবারগুলোতে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবারহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। 

আজ শুক্রবার বিকেল পর্যন্ত অনেকে ফোন ও এসএমএস করে পুলিশের সহায়তা নিয়েছে।

সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘গরিব লোকজনকে অনেকে সহায়তা করে। কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলোর সমস্যা থাকলেও লজ্জা ও সম্মানের কথা চিন্তা করে কাউকে সমস্যার কথা বলতে পারে না। এ চিন্তা করেই উদ্যোগটি নেয়া হয়েছে। যে কেউ ফোন করে পুলিশের কাছে সহায়তা চাইতে পারে। এক্ষেত্রে তাদের পরিচয় গোপন রাখা হবে।’

জানা যায়, ওসি কিংবা ঊধ্বতন যে কোনো কর্মকর্তার মোবাইলে ফোন কিংবা এসএমএস করে সহায়তা চাইতে পারে। তথ্য পাওয়ার সাথে সাথে খাদ্যসামগ্রী নিয়ে পৌছে যাবে সাদা পোশাকের পুলিশ সদস্যরা। অথবা সাহায্য গ্রহণকারীর সুবিধা মত জায়গায় পৌঁছে দেয়া হবে খাদ্যসামগ্রী।

সিএমপি হট নম্বরসমূহ :

হটলাইন: ০১ ৪০০-৪০০ ৪০০, ০১৮ ৮০ ৮০ ৮০ ৮০

উত্তর বিভাগ: চান্দগাঁও থানা- ০১৭৬৯৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা- ০১৭৬৯৬৯৫৬৭০, বায়েজিদ বোস্তামী থানা- ০১৭৬৯৬৯৫৬৬৮, খুলশী থানা- ০১৭৬৯৬৯৫৬৬৬.

দক্ষিণ বিভাগ: কোতোয়ালী থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৫, বাকলিয়া থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৭, চকবাজার থানা- ০১৭৬৯-৬৯৫৬৭৯, সদরঘাট থানা- ০১৭৬৯-৬৯৫৬৮০।

পশ্চিম বিভাগ: ডবলমুরিং থানা- ০১৭ ৬৯৬৯৫ ৬৭১, হালিশহর থানা- ০১৭ ৬৯৬৯ ৫৬৭৩, পাহাড়তলী থানা- ০১৭ ৬৯৬৯ ৫৬৭২, আকবরশাহ থানা- ০১৭ ৬৯৬৯ ৫৬৭৮.

বন্দর বিভাগ: বন্দর থানা- ০১৭৬৯০৫৮১৪৯, ০১৭৬৯৬৯৫৬৭৪, ইপিজেড থানা- ০১৭৬৯৬৯১১০৬, ০১৭৬৯৬৯৫৬৭৭, পতেঙ্গা থানা- ০১৭৬৯০৫৮১৫০, ০১৭৬৯৬৯৫৬৭৫, কর্ণফুলী থানা- ০১৭৬৯০৫৮১৫১, ০১৭৬৯৬৯৫৬৭৬.

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর