ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত ওই ট্রাক চালকের নাম আবদুল জলিল।
শুক্রবার সকালে মহাসড়কের সীতাকুণ্ড অংশের ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জলিলের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাক্ষণপাড়ার চন্ডীপুরে।
হাইওয়ে পুলিশের বারআউলিয়া ফাড়ির ইনচাজ আবদুল আউয়াল বলেন, সকালে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চালক জলিল নিহত হন।\
বিডি প্রতিদিন/ ওয়াসিফ