চট্টগ্রাম নগরের কোতোয়ালী, সদরঘাট, বাকলিয়া, ডবলমুরিং, হালিশহর থানাধীন বিভিন্ন এলাকায় শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব চৌধুরী।
অভিযানে কোতোয়ালী ও হালিশহর থানাধীন রিয়াজউদ্দিন বাজার, টেরিবাজার, ফইল্যাতলি বাজার ও নয়াবাজারের কাপড়ের দোকানগুলো পরিদর্শন করে দোকানীদের মাঝে সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণে শৈথিল্য লক্ষ্য করা যায়। ঈদকে সামনে রেখে এখানে আসা ক্রেতাদের মাঝেও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে অসচেতনতা পরিলক্ষিত হয় বলে জানা যায়। এসময় দোকানীদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হয়। বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে রিয়াজউদ্দিন বাজার ও বকশিরহাট বাজারের দুইজন মুদী দোকানীকে দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। দেওয়ানহাট মোড়ের আলিফ রেস্টুরেন্টকে ইফতারে আগের দিনের বাসি, পচা খাবার বিক্রয়ের অপরাধে ২ হাজার টাকা, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদে সেবাগ্রহীতাদের শারীরিক দূরত্ব নিশ্চিতে ব্যর্থ হওয়ায় ও সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ফারুক তাহের