চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীকে খুন করেছে স্বামী। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজ রবিবার দুপুরে পটিয়া থানায় এই ঘটনায় একটি মামলা হয়েছে।
মৃত গৃহবধূর নাম শেলী আক্তার (৩২), অভিযুক্ত স্বামীর নাম কামাল উদ্দিন। এ ঘটনার পর কামাল উদ্দিন ও তার মা-বাবা পলাতক।
নিহত শেলী আক্তারের দুইটি ছেলে সন্তান আছে। বড়টির বয়স ১০ ও ছোট ছেলের বয়স ৮ বছর। এ ঘটনায় নিহত শেলীর বাবা আহমদ নবী বাদী হয়ে রবিবার দুপুরে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় স্বামী, শ্বশুর-শাশুড়িকে আসামি করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে ইটের আঘাত করে। এতে স্ত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে মহিলার স্বামী কামাল পালিয়ে যায়। রবিবার সকালে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত