মহারমারী করোনা ভাইরাসের কারণে দেশের পরিস্থিতি ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠছে। সরকারের পাশাপাশি সমাজের বৃত্তশালীরাও নানাভাবে এগিয়ে আসছে গরীব-অসহায়দের মাঝে। সরকারি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও দেয়া হচ্ছে নানা অনুদান। এমন একটি মহৎ উদ্যোগ নিয়ে গরিব, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন রেলওয়ে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যদের ঈদ বোনাসের টাকা হতে প্রায় ১’শ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন। সোমবারও দরিদ্রদের মাঝে ঈদ উপহার হাতে তুলে দেন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশের দায়িত্বশীল পুলিশ সুপার (এসপি) নওরোজ হাসান তালুকদার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্বরত শেখ শরীফুল ইসলাম। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলাম ও রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত সদস্যদের বোনাসের টাকায় এসব ঈদ উপহার দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, চিনি, সেমাই, দুধ, তেল এবং সাবান।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ অনেক কষ্টে আছেন। সেই কষ্টের মধ্যে আমরা কিছুটা হলেও পাশে থাকার চেষ্টা করছি। তাছাড়া সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নানাভাবে সচেতনতা, দুরত্ব বজায় রাখা, মাস্ক পড়াসহ সরকারি বিভিন্ন নির্দেশনা পালনের জন্য প্রতিনিয়ত মনিটরিং এবং আন্তরিকভাবে সাধারণ মানুষকে বুঝানোর চেষ্টা করছি। এতে সচেতন হলেই আমি-আপনি সকলেই নিরাপদেই থাকতে পারবো বলে জানান তিনি।
জানা গেছে, ইতিমধ্যে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম শহীদুল ইসলাম বিভিন্ন শ্রমজীবি মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরন ও করোনা বিষয়ে বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সাইদুল ইসলাম