করোনা পরিস্থিতিতে নিঃস্ব দুস্থ মানুষের দুয়ারে দুয়ারে ফ্রিতে সবজি পৌঁছে দিচ্ছে 'বাচ্চুর ফ্রি সবজি বাজার'। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবেই দেয়া হচ্ছে এসব সবজি। এতে যুক্ত হয়েছেন চট্টগ্রামের অনেক ছাত্রনেতা।
চট্টগ্রাম মহানগরীর জিইসির মোড়ের প্রতিদিনকার ফ্রি সবজি বাজারের পাশাপাশি চান্দগাঁও, বাগমনিরাম, বাকলিয়াসহ বিভিন্ন ওয়ার্ডে ভ্যানে করে পৌঁছে যাচ্ছে এই ফ্রি বাজার। এতে মিষ্টি কুমড়া, বাংলা কদু, শসা, ডিম, বরবটি, ঢেরস, কেইডা, লাল শাক, কলমি শাক, পাট শাক, পূঁই শাক, কাঁটা মাইরা শাকসহ সবজি পৌঁছে দেয়া হচ্ছে।
আর এই মানবিক কাজটির উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় নিবার্চন পরিচালনা উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু। তার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের পরিচালনায় অনুষ্ঠিত সবজি বজারে দায়িত্ব পালন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য
নাজমুল শাকিব, বেসরকারী কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি, নগর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, মো. হানিফ, কামরুল ইসলাম রাসেল, তোফায়েল আহমেদ মামুন, মামুনুর রহমান, আনসারুল্লা সৌরভ, সালাউদ্দিন বাবু, সুলতান আহমেদ ফয়সাল, আরজু ইসলাম বাবু, ইমতিয়াজ মনির, রুবেল সরকার, কাজী মাহমুদুল হাসান রনি, রাকিব হায়দার, শাহাদাত হোসেন হিরা, আওরাজ ভূইয়া রনক, আবু সাঈদ মুন্না, জাহেদুল ইসলাম, শেখ নিয়াজ উদ্দিন ফাহাদ, রিজান চৌধুরী, তৌহিদুল ইসলাম সুমন, আব্দুল মান্নান সানি, আশিকুর রহমান প্রিন্স, তানভীর হোসেন, আলাউদ্দিন, মেহেদী হাসান মিঠু, মাজারুল ইসলাম, শাহাদাত হোসেন, বিল্লাল হোসেন জনি, আলিফ হোসেন, মেহেদী হাসান, হোসাইন রাহাত, সাইমন ইসলাম, সাউদার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তৌফিক চৌধুরী, আরফাত আলী,
জোনাইদ সিকদারসহ নেতৃবৃন্দ।
শুধু জিইসিতেই প্রায় দেড় হাজার কেজি সবজি ও পাঁচশত ডিম ফ্রিতে দেওয়া হয়। ভ্যানে করে সুন্দরভাবে সাজানো সবজি সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন-অসহায় দরিদ্র মানুষগুলোকে বিতরণের দৃশ্যটি ইতোমধ্যে অনেকের নজরে এসেছে। প্রশংসিত হয়েছে।
ফ্রি সবজি বাজারটি যতদিন লকডাউন থাকবে ততদিন অব্যাহত রাখার চেষ্টা চালাবেন বলে জানান সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু । বাচ্চু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবেই তার এই প্রচেষ্টা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম