করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সম্প্রদারের ২৫০ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সিএমপি’র দক্ষিণ বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘২৫০ জন তৃতীয় লিঙ্গ মানুষকে ত্রাণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। নব জাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি ফাল্গুনী হিজড়ার মাধ্যমে ত্রাণ তুলে দেয়া হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার