কেউ আসলেন হুইল চেয়ারে করে, কেউ আসলেন হাতলের ওপর ভর করে। তাদের কারও পা নেই, কারও দুই হাত নেই। এমন শারীরিক প্রতিবন্ধীদের জন্য সেনাবাহিনীর এক মিনিটের বাজার থেকে চাল, ডাল, সবজিসহ ফ্রি নিত্যপণ্য দেওয়া হলো। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের এম এ আজিজ স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীসহ তালিকাভুক্ত দুই হাজার দরিদ্র পরিবারকে ফ্রি সবজি দেয় বাংলাদেশ সেনাবাহিনী।
জানা যায়, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন দিনমজুর, দরিদ্র মানুষদের তালিকা তৈরি করে সেনাবাহিনী গত ১৩ মে থেকে ফ্রি সবজিসহ নিত্যপণ্য বিতরণ কার্যক্রম শুরু করে গত। প্রথম দিন নগরের ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তালিকাভুক্ত এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এরপর গত ১৬ মে আগ্রবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় মাঠে তালিকাভুক্ত ১ হাজার ১০০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেডের উদ্যোগে পরিচালিত এ বাজারের জন্য সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুণ্ড, রাউজানসহ বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে প্রথমে সবজি কেনা হয়। পরে এলাকাভিত্তিক দরিদ্র দিনমজুর পরিবারের তালিকা করে ‘১ মিনিটের বাজার’ এর মাধ্যমে এসব সবজি বিতরণ করা হচ্ছে। যে এলাকায় যাদের তালিকা করা হয়, তাদের পাশের কোনো এক সুবিধামতো জায়গায় এ ফ্রি সবজি বাজার বসানো হয়।
সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী বলেন, ‘মঙ্গলবার দুই হাজার দরিদ্র পরিবারকে চাল, ডাল, সবজিসহ সাত রকমের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। এখানে কেউ হুইল চেয়ারে করে, কেউ অন্যের সহায়তা এসেছেন। আমাদের মূল লক্ষ্যই হলো প্রতিবন্ধীদের খাবার সহায়তা দেওয়া। সে জন্য তালিকা করার সময় প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হয়। এ কার্যক্রম চট্টগ্রামের প্রতিটি এলাকায় এক মাস চলবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল