দিনের বেলায় যথারীতি দোকান বন্ধ। কিন্তু রাতের বেলায় পণ্যের পসরা সাজিয়ে জমজমাট ব্যবসা। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এভাবে ব্যবসা করে আসছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকার হাটের দোকানগুলো। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সরকারের হাটের ১০ কাপড়ের দোকান অপসারণ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন। দোকানগুলোকে আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘গত এক সপ্তাহে একাধিকবার উপজেলার বাজার সমুহে অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করা হয়। কিন্তু অবস্থাদৃষ্টে মনে হয়, কে শুনে কার কথা। সরকার চায় মানুষকে ভাল ও সুস্থ রাখতে। আর মানুষ চায় অসুস্থ থাকতে। তাই করোনার মত ভয়াবহ কঠিন এই সময়েও মানুষকে ঈদ মার্কেটিং থেকে বিরত রাখা যাচ্ছে না। উপজেলার সরকারের হাটের ১০টি কাপড়ের দোকান অপসারণ করা হয়। এসব দোকান দিনে বন্ধ রাখে রাতে জমজমাট ব্যবসা করছে। আগামী ৩০ মে পর্যন্ত দোকানগুলো বন্ধ রাখতে বলা হয়।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল