ইমাম মুয়াজ্জিন এবং মসজিদের খাদেমদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। মঙ্গলবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের খাদেমদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘কোতোয়ালী এলাকার ৬৩ টি মসজিদের ২৪০ জন ইমাম, মোয়াজ্জিন, খাদেমকে ঈদ উপহার দেয়ার উদ্যোগ নেয়া হয় হয়। মঙ্গলবার দুপুরে ৫ টি মসজিদের ইমাম, মোয়াজ্জিনদের হাতে উপহার তুলে দেয়া হয় এবং অবশিষ্টদের মাঝে রাত্রিবেলা গাড়ীযোগে পৌঁছে দেয়া হবে।'
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম