চট্টগ্রামে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম এবং রাজিব হোসেন। সোমবার রাতে জেলার লোহাগাড়া থানাধীন চুনতি গ্রীন ভিউ নার্সারীর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা, চট্টগ্রাম কক্সবাজর মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম