চট্টগ্রামে মুদির দোকানের আড়ালে ইয়াবা বিক্রির সময় এক দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই দোকানদারের নামে বাহাদুর আলম। এসময় তার কাছ থেকে দেড়শ পিস ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে জেলার বোয়ালখালী থানাধীন পশ্চিম সরোয়াতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
বোয়ালখালী থানা পুলিশ জানায়- গ্রেফতার হওয়া মুদি দোকানদার দীর্ঘদিন করে ইয়াবা বিক্রি করে আসছিল। মুদি দোকানের পাশাপাশি ইয়াবা বিক্রি করলেও তা সন্দেহের চোখে দেখতো না প্রশাসন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/সেলিম