চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগারহাট এলাকায় দুই প্রাইভেট কারের সংঘর্ষে অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, ঢাকামুখী একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি কারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হন। মরদেহ উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়। পরে পুলিশ লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
কুমিরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার/রেজা মুজাম্মেল